নিচে SSC ২০২৫ বাংলা ২য় পত্রের জন্য “কারক ও বিভক্তি” থেকে ৩০টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) দেওয়া হলোঃ
কারক ও বিভক্তি – ৩০টি MCQ প্রশ্ন ও উত্তর
১. কারক কাকে বলে?
ক. কাজ বোঝায়
খ. ধাতু বোঝায়
গ. পদ ও ক্রিয়ার সম্পর্ক বোঝায়
ঘ. সমাস বোঝায়
উত্তর: গ
২. বিভক্তি কাকে বলে?
ক. বাক্যের অংশ
খ. শব্দের শেষে যোগ হয়ে কারকের পরিচয় দেয়
গ. ক্রিয়ার রূপ
ঘ. পদ পরিবর্তন
উত্তর: খ
৩. কারকের সংখ্যা কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তর: ঘ
৪. “সে বইটি পড়েছে” — এখানে ‘সে‘ কোন কারক?
ক. কর্ম কারক
খ. কর্তৃকারক
গ. অধিকরণ কারক
ঘ. সম্প্রদান কারক
উত্তর: খ
৫. “আমি বাবাকে চিঠি লিখলাম।” — এখানে ‘বাবাকে’ কোন কারক?
ক. অপাদান
খ. অধিকরণ
গ. সম্প্রদান
ঘ. কর্ম
উত্তর: গ
৬. “তারা মাঠে খেলছে” — ‘মাঠে’ কোন কারক?
ক. অধিকরণ
খ. অপাদান
গ. কর্ম
ঘ. কর্তৃ
উত্তর: ক
৭. কর্ম কারক চিনতে কী প্রশ্ন করা হয়?
ক. কে?
খ. কাকে? কী?
গ. কোথায়?
ঘ. কার মাধ্যমে?
উত্তর: খ
৮. অপাদান কারক বোঝায়—
ক. যেখান থেকে কিছু বিচ্ছিন্ন হয়
খ. যাকে কিছু দেওয়া হয়
গ. যে কাজ করে
ঘ. যেখানে কাজ হয়
উত্তর: ক
৯. “রাহুল বুদ্ধির জোরে টিকেছে।” — ‘বুদ্ধির জোরে’ কোন কারক?
ক. অপাদান
খ. অধিকরণ
গ. করণ
ঘ. সম্প্রদান
উত্তর: গ
১০. করণ কারক বোঝায়—
ক. যে উপায়ে কাজ হয়
খ. যে কাজ করে
গ. যাকে কিছু দেওয়া হয়
ঘ. যার জন্য কাজ হয়
উত্তর: ক
১১. ‘আমরা দেশের জন্য কাজ করি’ — ‘দেশের জন্য’ কোন কারক?
ক. অপাদান
খ. করণ
গ. সম্প্রদান
ঘ. অধিকরণ
উত্তর: গ
১২. “রিনা বইটি দিলো আমায়” — ‘আমায়‘ কোন কারক?
ক. সম্প্রদান
খ. কর্তৃ
গ. অপাদান
ঘ. কর্ম
উত্তর: ক
১৩. “তাঁর কাছ থেকে চিঠি এল” — ‘তাঁর কাছ থেকে‘ কোন কারক?
ক. অপাদান
খ. করণ
গ. অধিকরণ
ঘ. কর্তৃ
উত্তর: ক
১৪. বিভক্তির সংখ্যা কয়টি?
ক. ৩টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তর: গ (সাধারণভাবে ৬টি ধরা হয়: য়, কে, তে, র, হইতে/থেকে, দ্বারা)
১৫. “সে বর্শা দিয়ে মাছ ধরে” — ‘বর্শা দিয়ে‘ কোন কারক?
ক. অধিকরণ
খ. কর্ম
গ. করণ
ঘ. সম্প্রদান
উত্তর: গ
১৬. “সে ঘর থেকে বের হলো” — ‘ঘর থেকে‘ কোন কারক?
ক. অপাদান
খ. অধিকরণ
গ. কর্ম
ঘ. করণ
উত্তর: ক
১৭. “আমরা স্কুলে যাই” — ‘স্কুলে‘ কোন কারক?
ক. করণ
খ. অধিকরণ
গ. অপাদান
ঘ. কর্তৃ
উত্তর: খ
১৮. “আমি বইটি তোমাকে দিলাম” — ‘তোমাকে‘ কোন কারক?
ক. কর্ম
খ. কর্তৃ
গ. সম্প্রদান
ঘ. অপাদান
উত্তর: গ
১৯. “সে কলম দিয়ে লিখে” — এখানে ‘কলম দিয়ে‘ কোন কারক?
ক. কর্ম
খ. করণ
গ. অধিকরণ
ঘ. সম্প্রদান
উত্তর: খ
২০. কর্তৃ কারকের বিভক্তি কী?
ক. য়
খ. কে
গ. র
ঘ. হইতে
উত্তর: ক
২১. করণ কারকে কোন বিভক্তি ব্যবহৃত হয়?
ক. র
খ. তে
গ. দ্বারা
ঘ. কে
উত্তর: গ
২২. কর্ম কারকে কোন বিভক্তি ব্যবহৃত হয়?
ক. কে
খ. য়
গ. তে
ঘ. র
উত্তর: ক
২৩. অপাদান কারকে বিভক্তি কোনটি?
ক. হইতে/থেকে
খ. তে
গ. কে
ঘ. দ্বারা
উত্তর: ক
২৪. অধিকরণ কারকে কোন বিভক্তি ব্যবহৃত হয়?
ক. কে
খ. তে
গ. য়
ঘ. র
উত্তর: খ
২৫. “তুমি শহর থেকে ফিরলে” — ‘শহর থেকে‘ কোন কারক?
ক. করণ
খ. অপাদান
গ. কর্ম
ঘ. অধিকরণ
উত্তর: খ
২৬. “তারা নদীতে স্নান করে” — ‘নদীতে‘ কোন কারক?
ক. করণ
খ. কর্ম
গ. অধিকরণ
ঘ. অপাদান
উত্তর: গ
২৭. “সে কলম দিয়ে লিখলো” — কলমের সঙ্গে কোন বিভক্তি যোগ হয়েছে?
ক. তে
খ. র
গ. কে
ঘ. দ্বারা
উত্তর: ঘ (মানে “দিয়ে” = “দ্বারা”)
২৮. কারক চেনার উপায় কী?
ক. ধাতুর ব্যবহার
খ. প্রশ্ন করে উত্তরের ভিত্তিতে
গ. শব্দ গণনা করে
ঘ. বানান দেখে
উত্তর: খ
২৯. “সে আমায় চিঠি পাঠালো” — ‘আমায়‘ কোন কারক?
ক. কর্তৃ
খ. করণ
গ. সম্প্রদান
ঘ. কর্ম
উত্তর: গ
৩০. “তুমি কাকে বই দিলে?” — এখানে ‘কাকে‘ কোন কারক?
ক. করণ
খ. সম্প্রদান
গ. অধিকরণ
ঘ. অপাদান
উত্তর: খ