Our National Flag
A national flag represents the identity, pride, and independence of a country. The national flag of Bangladesh is a symbol of our freedom and sovereignty. It has a rectangular shape with a bottle green background and a red circle in the middle. The green color symbolizes the lush greenery of Bangladesh and the youthfulness of the nation, while the red circle represents the blood of our martyrs who sacrificed their lives in the Liberation War of 1971. Our flag was designed by Quamrul Hassan and was officially adopted on January 17, 1972. It is hoisted on all government buildings, schools, and special occasions like Victory Day and Independence Day. As citizens of Bangladesh, we should always respect and honor our national flag.
আমাদের জাতীয় পতাকা
জাতীয় পতাকা একটি দেশের পরিচয়, গর্ব ও স্বাধীনতার প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের মুক্তি ও সার্বভৌমত্বের প্রতীক। এটি একটি আয়তাকার পতাকা, যার পটভূমি গাঢ় সবুজ এবং মাঝখানে একটি লাল বৃত্ত রয়েছে। সবুজ রং আমাদের দেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, আর লাল বৃত্তটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের প্রতীক। আমাদের জাতীয় পতাকার নকশা করেছিলেন কামরুল হাসান, এবং এটি ১৭ জানুয়ারি ১৯৭২ সালে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এই পতাকা উত্তোলন করা হয়। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা উচিত।